বাজারে আসছে নোকিয়া ৩৩১০ ৪জি মোবাইল
নোকিয়া ১১১০,১২০০,১৬১০,২৭০০,২৭০০ ক্লাসিক এই মডেল গুলো শুনলেই আমরা চমকে উঠি। কেননা এই ফোন গুলোই পুরো বিশ্বে ছিলো সব চেয়ে বেশি ব্যবহৃত নোকিয়া ফোন। বেশ কিছু সময় ধরে স্মার্টফোনের এই সময়ে নোকিয়া ফোন যেনো হারিয়ে গেছে হঠাৎ করে।
তবে সময়ের সাথে সাথে নোকিয়া আবারো নিয়ে আসছে কিছু চমক।বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি আগের মডেল গুলোকে আরো সাজিয়ে বাজারে নিয়ে আসছে শীগ্র।
দেখা নেয়া যাক নোকিয়া ৩৩১০ ৪জি ফোনে কি কি থাকছে,
- এটির ডিস্প্লে হচ্ছে ২.৪'
- ২মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে থাকছে ১২০০ এমএইস ব্যাটারি।
- এছাড়া ক্যালেন্ডার,ক্যালকুলেটর ,টাইম ওয়াচ সব আছে।
এটি ব্যবহারের জন্যে খুবই উপযোগি। নোকিয়া ৩৩১০ ৪জি মোবাইল জানুয়ারী ২০২০ সালে ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে। যার বাজার মূল্য ৩৯৯৯রুপি। এছাড়া নোকিয়া ৩৩১০ ৪জি মোবাইলটি পাওয়া যাবে ব্ল্যাক এবং ব্লু কালারে।
এছাড়া রয়েছে ৫১২ মেগাবাইট স্ট্রোরেজ এবং ২৫৬ মেগাবাইট র্যাম। শীগ্র এটি সবখানে রিলিজ হবে।
No comments