বাজারে আসছে নতুন Vivo 20 স্মার্ট ফোন (Vivo 20 Upcoming Smartphone)




স্মার্ট ফোনের দুনিয়ায় Vivo একটি আধুনিক নাম। Vivo মোবাইল কোম্পানি এ পর্যন্ত প্রায় বেশ কয়েকটি সফল মোবাইল স্মার্টফোন বাজারে আনতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় Vivo নিয়ে এসেছো তাদের নতুন একটি স্মার্টফোন Vivo 20. 


চলুন দেখা নেয়া যাক কি থাকছে Vivo 20 নতুন স্মার্টফোনটিতে। 


পারফরমেন্স  :

Octa core (2.3 GHz, Dual Core + 1.8 GHz, Hexa Core)Snapdragon 720G8 GB RAM



ডিসপ্লে : 

Display

6.44 inches (16.36 cm)409 PPI, AMOLED


ক্যামেরা : 

64 MP + 8 MP + 2 MP Triple Primary CamerasDual-color LED Flash44 MP Front Camera


ব্যাটারি : 

4000 mAhFlash ChargingUSB Type-C Port


কেনো এটি কিনবেন? 


১. এটির ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার ভাবে।


২. র‍্যাম এবং স্ট্রোরেজ খুবই পাওয়ারফুল। যা আপনাকে দিবে সেরা Gaming Performence.


৩. এতে থাকছে Impressive camera setup যা আপনাকে দিবে আরো ঝকঝকে ছবি তোলার সুবিধা।


৪. এছাড়া এতে রয়েছে  Quality battery with 33W Flash Charge যা ফোন ব্যবহারে আরো বেশি চমৎকার ভালো লাগবে আপনার। 


এখনো পর্যন্ত এটি ইন্ডিয়াতে Relase করা হয়েছে। খুব শীঘ্র এটি বাংলাদেশ সব বিশ্বের বাকি সব দেশে পাওয়া যাবে। 


মাত্র ৫ মাস আগে Vivo 19 তারা মার্কেটে Launce করে যা তুলনামূলক ভালোই সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় তারা Vivo 20 স্মার্টফোনটিতে ক্যামেরায় এনেছে নতুনত্ব। প্রাথমিক ধারনায় তারা বলছে এটি খুব ভালো সাড়া পাবে। 



অনেক ব্যবহারকারী এটির ব্যাপারে ভালো Review দিয়েছেন। 

No comments

Powered by Blogger.