Before Start your Business(ব্যবসা শুরুর পূর্বে)

ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় লক্ষনীয় থাকবেই। যা ছাড়া কখনো ব্যবসার প্রসার বাড়ানো সম্ভব না।


 আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা পরের উন্নতি দেখে নিজেও উঠে পরে লাগে সে কিভাবে তার মত হবে,সে কিভাবে ধনী হবে,অন্যের মত কিভাবে মোটা অংকের টাকা গুনবে।কিন্তু অনেকেই জানেনা এত সহজে সবাই সবকিছু অর্জন করতে পারলে সবাই একই কাজে নেমে যেত।



আপনি যা কিছুই করতে যাননা কেনো আগে আপনাকে ওই বিষয় সম্পর্কে যথেষ্ঠ ধারনা ও জ্ঞান থাকতে হবে এমন যেনো না হয় আমের স্বাদ নিতে গিয়ে আম এবং ছালা একই সাথে হারালেন.
অনেকেই ব্যবসা,চাকুরি,ফ্রিল্যান্সিং এগুলা নিয়ে ভাবছেন কিন্তু ঠিক করতে পারছেননা আপনি নিজে কি করবেন তাই আমি বলবো প্রথমে আপনি কি হতে চান কি করতে চান আপনার পক্ষে কি সম্ভব কি সম্ভবনা তা নিয়ে ভাবুন লক্ষ্য নির্ধারন করুন তারপর স্বপ্ন দেখুন অনেক বড় স্বপ্ন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবেনা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন আর স্বপ্ন নির্ধারন করে দৌড়াতে থাকুন একদিন সফল হবেনই।



অনেকেই ব্যবসা করতে চাচ্ছেন তাই আর দেরি না করে চলুন
আজ জেনে নেই ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে যে বিষয় গুলো নিয়ে ভাবতে হবে
১:কেন আপনি ব্যবসা করবেন

২:আপনি কি ধরনের ব্যবসা করতে চান

৩:কারা হবে আপনার কাষ্টমার

৪:কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস প্রদান করবেন

৫:বিনিয়োগ এবং প্রয়েজনীয় সময় ব্যায় করা আপনার পক্ষে সম্ভব কিনা

৬:ব্যবসার জায়গা নির্বাচন করবেন কিভাবে

৭:অন্যদের ব্যবসার সাথে আপনার ব্যবসার সার্ভিস এর পার্থক্য কি

৮:কতজন কর্মচারী আপনার প্রয়োজন

৯:কর্মচারীদের ব্যয় বহন করা সম্ভব কিনা

১০:কতটাকা বিনিয়োগ করতে পারবেন

১১:প্রতিযোগিদের সাথে তুলনা করে প্রোডাক্টের মুল্য নির্ধারন করা

১২: কিভাবে ব্যবসার বিজ্ঞাপণ দিবেন

১৩:কতটুকু সাহায্য পাবেন পরিবার থেকে

পরিশেষে বলবো উপরিউক্ত সব কিছু বিবেচনা করে
ডোমেইন নিবন্ধন করা
সামাজিক মাধ্যমে প্রোফাইল নিবন্ধন করা
ওয়েবসাইট তৈরি করা।


টেকনোলজি আপগ্রেড করার কাজ করতে করতে হবে..
ব্যবসা করাটা কিন্তু ওতটা সহজ নয় যতটা আমরা
ভেবে থাকি.. সেইরকম হলে সবাই ব্যবসায় ঝাপিয়ে পরত লাখ লাখ মানুষ চাকরি খুজতো না...
ভুল কিছু বলে থাকলে নিজ দায়িত্বে সংশোধন করে
নিবেন কষ্ট করে. নিজের মত করে লিখার চেষ্টা করেছি..আরও অনেক পয়েন্ট থাকতে পারে জানা থাকলে যোগ করে নিতে পারেন।

1 comment:

Powered by Blogger.