Some Mistakes In Blogging (ব্লগিং করার সময় কিছু ভুল)



ব্লগিং বিষয় টি সম্পর্কে কম-বেশি আমরা সবাই জানি।কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।


তবে অনেক সময় ভুল কিছু পদ্ধতি ব্যবহার বা সঠিক নলেজ না থাকায় ব্লগিং শুরু করার পর সঠিক ভাবে রান হতে পারেনা।

মুলত কি কি ভুল গুলোর জন্য ব্লগিং সফল হতে পারেনা তার কারণ গুলো তুলে ধরছি।

চলুন তবে দেখে নেই।ব্লগিংয়ের এর ভুল গুলো.....

১)টার্গেট অডিয়েন্স সম্পর্কে সঠিকব্লগিং জ্ঞান না থাকা...

আপনি ঠিক কি বিষয়ে ব্লগিং করতে চান এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা তা খুঁজে বের না করতে পারলে।আপনার ব্লগটি বেশ দুর যেতে পারেনা।

অবশ্যই যে বিষয়টি নিয়ে ব্লগিং করেন তার অডিয়েন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

২) প্রতিদিন ইমেইল চেক না করা..

ইমেল পাঠানো এবং চেক করা প্রতিদিন না করলে।আপনি অডিয়েন্স এর সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারবেন না।কারণ ইমেল রিমান্ডার হিসেবে কাজ করে অডিয়েন্স এর কাছে।

অবশ্যই আপনাকে নিয়মিত কাজটি করতে হবে।

৩)সঠিক ভাবে ব্লগের প্রমোশন না করা।

বর্তমানে প্রমোশন কাজটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি পোস্টের আপডেট অবশ্যই অডিয়েন্সকে জানাতে হবে।
যদি এ ক্ষেএে সামন্য উদাসীনতা দেখা যায়।তবে ব্লগ সূচনার আগে সমাপ্তি ঘটবে।

তাই প্রমোশনের কাজটি কে গুরুত্ব সহকারে নিতে হবে।

৪)প্রচন্ড পরিমাণে ব্যক্তি কেন্দ্রীয় মনোভাব..

ব্লগের কাজ গুলো ক্খনও একা করা সম্ভব নয়। তাই কাজ গুলোর ব্যালেন্স করতে না পারায়।প্রতিটি কাজ এলোমেলো হয়ে যায়।বা গুরুত্বপূর্ণ দিক ছুটে যায়।

ব্যক্তি কেন্দ্রীক মনোভাব পরিহার করে সঠিক একটি টিম গঠন করতে হবে।

৫)ব্লগ টি পাবলিশ করার পর ডেবলপিং না করা..

ব্লগটি পাবলিশ করার পর অনেক সময় এর পরবর্তী ধাপ গুলো নিয়ে পরিকল্পনা না থাকায়।কাজের গতি লক্ষ্য করা যায় না।

অবশ্যই যাএা শুরু করার পর ব্লগটি কে প্রাণবন্ত করার জন্য টিম ওয়ার্ক করতে হবে।

৬)ব্লগের মুদ্রায়ন নীতি অনুসরণ না করা..

এখানে ব্লগটির অভ্যন্তরিণ সবলতা ও দূর্বলতা নিয়ে কাজ না করা।কারণ টেকনিক্যাল অনেক ছোট বিষয় থাকে।

তাই অবশ্যই কাজ ভাগ করে নিতে হবে।বিকেন্দ্রীকরণ ব্লগিং সফলতায় পরিহার্য।

No comments

Powered by Blogger.