Online Best Business Ideas (অনলাইনের ব্যবসার কিছু আইডিয়া)

Online Business Ideas


অনলাইনে বিজনেস আইডিয়ার কোন অভাব অনলাইনে নেই। শুধু অভাব আপনাদের সার্চ করার অভ্যাস আর প্রচন্ড চালাক মানসিকতা।

অনলাইনের মাধ্যমে সময় অপচয় হয় না। ঘরে বসেই এ কাজ করা যায়।

অামার কাছে অনলাইন বিজনেস অাইডিয়া অাছে স্টার্টআপ করতে পারছি না, এবং নীতিমালা সম্পর্কে ধারনা নেই


আজ একদিনে ৫ জনের এগিয়ে যাবার গল্প পেলাম সার্চ ইংলিশ থেকে। সবাই এই ডিএসবি গ্রুপে পোস্ট গুলো করেছে। সার্চ ইংলিশকে যদি অনলাইন বিজনেসের আইডিয়া হিসেবে দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আসল ফোকাস হতে হবে অন্যের উপকার নিশ্চিত করা। সেই সাথে ৩ বছর লেগেছে এই পর্যায়ে আসতে।


টাকা পয়সার গল্প আপনারা অস্থির হয়ে যান কিন্তু আড্ডা পোষ্টে নিয়মিত না। সামান্য একটি আড্ডা পোষ্টে প্রতিদিন ১ ঘণ্টা সময় দেন না কিন্তু বিজনেসের স্বপ্ন দেখেন। খুবই হাসির ব্যপার এটি।


অনলাইনে কাজ করলে যখন তখনই কাজ করা যায়। আর দিন দিনই অনলাইনের চাহিদা বাড়ছে তাই অনলাইন এ ভাল করতে হলে প্রথমে নিজেকে বিশস্ত করতে হবে।তাহলে সহজেই দর্শকের আগ্রহ তৈরি হবে,নির্ভরতা খুঁজে পাবে।


ঘরে বসেই খাবার অডার করা যায়, গাড়ী কল করা যায়। অনলাইন বিজনেসের কল্যানে আমরা অনেক সুযোগ ভোগ করছি। তবে যারা বিজনেসের সাথে জরীত তাদের প্রয়োজন ধয্য ও মান ভালো রাখা। তাতে আমাদের অনেক উপকার হয়।


There are many kinds of online business.

Such as-

1. First of all Online Shopping.

2. Tree sell in online

3. Flower sell in online 

4. Birds sell in online.

5. Egg sell in online etc. 

Please don't laugh at me someone.


মানুষ মনে করে কম্পিউটার, ল্যাপটপ, ফেসবুক, ইউটিউব এসব এসে বুঝি সব ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এর বিপরীত চিত্রটি অনেকেই বুঝতে পারে না। অনলাইনে ইউটিউব ফেসবুকের প্রভাবে এখন নিত্য নতুন বিজনেস আইডিয়া আসছে যেগুলো আগে কখনো সম্ভব ছিল না।


সার্চ ইংলিশ এবং ডিজিটাল স্কিলস এক দম না পারাদের জন্য বিনা মূল্যে ইংরেজি আর আইটির স্কিল তৈরি করে দিতে যথেষ্ট। কিন্তু আপনারা করেন চালাকি। এর ফলে সারা জীবন সাফার করবেন কোন সন্দেহ নেই।



শুভ রাত্রি। অনলাইনে অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে। যেমন আপনি একটি শপ খুলতে চাচ্ছেন আপনার কাছে যথেষ্ট টাকা নেই তাই আপনার আইডিয়া ও অভিজ্ঞতা থাকা সত্বেও কিছু করতে পারছেন না সেক্ষেত্রে আপনি যদি এক্টা ওয়েবসাইট খুলে অনলাইনে ব্যবসা টি শুরু করেন তাহলে কম টাকার ভিতরে করা সম্ভব।



অনলাইনে বিজনেস করার আগে জানতে হবে ভালোভাবে। আইটি জ্ঞান যেমন দরকার তেমনি বিজনেস বেসিক জানা প্রয়োজন।




আমি মনে করি আগে অবশ্যই সৎ হতে হবে।

অনেক বেশিকষ্ট করার মানুষিকতা থাকতে হবে।



বতর্মানে অনলাইনের ব্যবসা দ্রুত ভাবে এগিয়ে যাচ্ছে।যা আমরা ঘরে বসে বিনামূল্যে করতে পারি।কিন্তুু সবাই এই ব্যবসা করতে পারেনা।যারা বিসিক স্কিলে দহ্ম তারাই করতে পারবে।



অনলাইন বিজনেসের বর্তমানে অনেক অগ্রগতি হয়েছে। এখন আর দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন পড়েনা কোন কিছু ক্রয় করার জন্য। ঘরে বসেই বিজনেসের সূফলে সব ধরণের জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী কেনা যায়।

যা সময় সাশ্রয় করে।



সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। আজকে ডিএসবি ব্লগে ভারতে অনলাইনে ফিমেল হাইজিন প্রডাক্ট (স্যানিটারি প্যাড সহ অন্যান্য পণ্য) নিয়ে একটি পোস্ট দিয়েছি। ভারতে মেয়েরা দোকানে গিয়ে এ ধরণের পণ্য ক্রয় করতে অনেকটা অস্বস্তি বোধ করে কিন্তু অনলাইনে তারা স্বচ্ছন্দে এ ধরণের পণ্য ক্রয় করতে পারে। কারণ অনলাইনে কেনার সময় তাদের কোন পরিচয় দিতে হয় না। এই জন্যে অনলাইনে এ ধরণের পণ্যের বিক্রি এখন বেশ বেড়ে গিয়েছে এবং এখন বড় বড় শহর ছাড়িয়ে ছোট ছোট শহর এবং গ্রামের মেয়েরা অনলাইনে এসব পণ্যের অর্ডার দিচ্ছে। কারণ তারা যেখানে থাকে সেখানে অল্প কয়েকটা দোকানে এই ধরণের পণ্য বিক্রি করে এবং সেগুলোও খুব কম। অনলাইনে তারা সহজে বিভিন্ন ব্রান্ডের পণ্য ক্রয় করতে পারে। 


আমার মতে বাংলাদেশের মেয়েদেরও এই সমস্যার সম্মুখীন হতে হয়। মেয়েদের এই ধরণের পণ্য অনলাইনে বিক্রি করা গেলে এর খুব ভাল বাজার হবে। 

আর বাংলাদেশে এমনিতে ই-কমার্সের মূল ক্রেতা হচ্ছে মেয়েরা এবং মেয়েদের পণ্যই সবচেয়ে বেশি বিক্রি হয়। 



তাছাড়াও যদি ওয়েবসাইট খুলার টাকাও না থাকে তাহলে আপনি ফেসবুককে কাজে লাগাতে পারেন এক্ষেত্রে আপনাকে ১টি ফেসবুক গ্রুপ খুলতে হবে সেটার ধরন ক্রয় বিক্রয় করে প্রাথমিকভাবে আপনার অনলাইন ব্যবসার যাত্রা শুরু করতে পারেন ।


কন্টেন্ট রাইটিং নিয়ে অনলাইন বিজনেস করা যায়।


আধুনিকতার সাথে আমাদের দেশের মানুষ পরিপূর্ণ খাপ খাওয়াতে পারেনি আজো। তারা অনলাইন বিজনেস কে তেমন পজিটিভলি দেখেনা। কারণ সেখানে কিছুটা হলেও পণ্য বা সেবা সাশ্রয়ী নয়।

আগে আমার মা, বাবা মনে করতো সারাদিন ফেসবুকে কি করি, শুধু সময় নস্ট,

বাট এখন তাদের বুঝাতে পেরেছি ফেসবুকের মাধ্যমেও ব্যবসায় করা যায়।


আগে বেসিক ইংরেজি জ্ঞান আর বেসিক আইটি জ্ঞান পোক্ত করতে হবে। কারণ অনলাইনে বিজনেস করতে গেলে আপনার এই দুটি খুবই প্রয়োজন হবে। অনলাইনে বিজনেস করতে নানা ধরনের সফটওয়ার বা টুলস ব্যাবহার করার প্রয়োজন হতে পারে। তাই বেসিক ইংরেজি জ্ঞান আর আইটি জ্ঞান থাকলে সেসব সম্পর্কে জানা সহজ হবে এবং বিজনেস সহায়ক হবে।


অনলাইন মার্কেটিং এর জন্য এখন অনেকটা সময় বেঁচে গিয়েছে

আমরা যে বিজনেস ই করতে চাই না কেন সবার আগে আমাদের সার্চ করার মানসিকতা থাকতে হবে৷ পড়তে হবে। এবং জানতে হবে৷

মানুষ সবচেয়ে বেশি ফ্যাশন বদলায় । তাই অনলাইনে পোশাক , জুতা , গয়নার ব্যবসায়িক সম্ভাবনা প্রচুর


ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে, অনলাইনে বেঁচাকেনা তত বাড়বে,,,, শুধু বিশ্বাস টা ধরে রাখতে হবে,,,,

অনলাইন বিজনেস আমাদের জীবনের জটিলতাকে লাঘব করে দিয়েছে। আমরা কোনরকম ঝামেলা ছাড়াই ঘরে বসে পছন্দ সেই পন্য কিনতে পারছি।

অনলাইন বিজনেস করলে ঘরে বসেই পন্য ডেলিভারি এবং ক্রয় করা যায়।

এখন সবাই কর্মব্যস্ত । নারীদের এখন সময় নেই রান্না করার । তাই অনলাইনে খাবারের ব্যবসা করা যেতে পারে , এখানে গ্রাহক সুনিশ্চিত।


Firstly you have to open business group. What will you do? You have to select business . Then you have to start business properly.


অনলাইনে বিজনেস আইডিয়া গুলো।

১. পোশাক।

২. খাদ্য দ্রব্য।

৩. ঔষধ।

৪. বই।

৫. পুরাতন জিনিস পত্র বিক্রয়।


ব্যবসার ধরন বুজে এগিয়ে যেতে হবে

ফল বিক্রিও ভালো আইডিয়া

অনলাইন বিজনেস এ-র কল্যানে আমরা আপডেট পণ্য সম্পর্কে ও সহজে জানতে পারি

অনলাইন এ অনেকেই অনেক টাকা ইনকাম করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে

অনলাইন বিজনেসের আইডিয়া অবশ্যই এমন হতে হবে সমাজের যে কোন সমস্যার একটি সমাধান করতে পারা। এতে পারে ট্রেডিশনাল বিজনেসের সাথে অনলাইন সেবা যুক্ত করা।


অনলাইনে আস্তে আস্তে সব কিছু পাওয়া যাবে

After ten years all world going to e-Commerce sector /Online is the best option!! it's save our time also!!


অনলাইন বিজনেস এ-র সুবাদে নারী বেকারত্ব ও দূর হচ্ছে


যা সাধারণত বাজারে পাওয়া যায় না । হাতের কাছে চাইলেই অনেক কিছু কেনা যায় না যেসব জিনিস কোন নির্দিষ্ট স্থানেই ভালো পাওয়া যায় । এই ধরনের ইউনিক কিছু নিয়ে ব্যবসা করা যেতে পারে ।

অনলাইনে বিজনেস করতে হলে ইংরেজি অবশ্যই জানতে হবে এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।


অনলাইন বিজনেস এর ফলে শারিরিক ক্লান্তি নেই।পায়ে হেটে অথবা গাড়ি দৌড়াতে হয়না।ঘরে বসেই কাজ সম্পুন্ন করা যায়।যা আমাদের জন্য অনেকাংশে সুবিধা জনক

আমি মনে করি অইলাইন বিজয় মানে সাচ ইংলিশ এবং ডিএসবি গ্রুপ কারণ অনলাইন কারণ এখন আমরা ২১লাখ মানুষ ঘরে বসে পড়া লেখা করতে পাইতেছি


Freelancing and Outsourcing is the best way in Online business

খেলা ও অনলাইন আড্ডা দুটোই মিস করছিলাম!!!

টেবিলে বসে, কিন্তু আর কতক্ষণ একটু সময় দেই অনলাইনে। না হলে একটাও হচ্ছে না, খেলা ও আড্ডার অভাব।

তাই চলে এলুম।তবে,,,,,!


অনলাইন বিজনেসের মাধ্যমে সল্প বিনিয়োগে অধিক য় করা যায়।

যদি এই নেটওয়ার্ক টা একটু অনলাইনে বিজনেস করতো 😭 একদম ভালো লাগেনা আড্ডা শুরু হয় আর ওর জালাতন 😭

অনইলাইন বিজয় টা শহরে এলাকারে হলে ও এখন গ্রামে হয় নাই কারণ অনইলাইন মানে গ্রামের লোক ভালো দিক চিন্তা করে না

Online business take up easily!! but first time got much time on grow your on Online!! So keep patience is better option


মেয়েদের জন্য অনলাইন বিজনেস আইডিয়া

★ হাতের কারুকাজ শিল্প

★ নকশীকাঁথা

★কুটিরশিল্প


প্রথম অনলাইন ও অনলাইন বিজনেস সম্পর্কে ধারনা অর্জন করতে হবে।

কমসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে

অনলাইন বিজনেসের প্রসার ঘটাতে প্রতারক ব্যবসায়ীদের সাবধান হতে হবে

Book sell is the best option Online

ভালোভাবে বুঝতে হবে। বাজারের চাহিদা বুঝতে হবে। সময় ও পণ্যের মান গুরুত্বপূর্ণ

যেহেতু অনলাইনে ব্যবসা ফেসবুক পেজের মাধ্যমে করা যায়, তাই এ বিষয়ে জ্ঞান থাকতে হবে

কমসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে

অনলাইন বিজনেসের প্রসার ঘটাতে প্রতারক ব্যবসায়ীদের সাবধান হতে হবে




Book sell is the best option Online


ভালোভাবে বুঝতে হবে। বাজারের চাহিদা বুঝতে হবে। সময় ও পণ্যের মান গুরুত্বপূর্ণ


যেহেতু অনলাইনে ব্যবসা ফেসবুক পেজের মাধ্যমে করা যায়, তাই এ বিষয়ে জ্ঞান থাকতে হবে


অনলাইন মানে হাতের মুঠোয় সব কিছু



নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে হস্ত শিল্পের ব্যবসা সুন্দর ভাবেও করা যায়!!


অনলাইন মধ্যে আমরা নিজের ইচ্চা মত কিনা কাটে করতে পারি,যেমন ১:বই কিনা ২:শপিং করা


অন লাইন বিজনেস সিস্টেম আছে বলে,

বিজনেস করার জন্য কোন বিশেষ জায়গাজমির প্রয়োজন হয়না


লাভজনক বাজার খুঁজে বিনিয়োগ করতে হবে। প্রথম দিকে ব্যয়বহুল পণ্য নিয়ে শুরু না করাই ভালো।পণ্যের বাজার চাহিদা যাচাই করতে হবে।


অনলাইন বিজয় দিন দিন বাড়তেছে


অনলাইন বিজনেসে কিছু কিছু অসত ব্যাক্তিদের জন্য এটা সঠিক ভাবে পরিচিতি পাচ্ছেননা সবার কাছে। 

কারণ কিছু কিছু ব্যাক্তি সেবার যথাযথ মান দিচ্ছেনা


ব্যবসা শুরু করতে হলে বাজারের চাহিদা বুঝতে হব এবং


কাস্টমারদের আর্কষিত করতে পেজকে আর্কষণীয় করতে হবে


ভাল সার্ভিস দিতে হবে


Islamic book sell .

Guys i have to go now. 

Cause my mobile phone has no charge more. If i don't go to my bed then i will not wake up in midnight. Actually i have to perform Taharjjud prayer at 3 am.

Allah hafej to everyone.


অনলাইন ব্যাবসা সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তবে এতটুকু বলতে পারি যে আজকাল এই অনলাইন ব্যাবসার কারণে অনেক মানুষের কর্ম, রুজিরোজগার এর ব্যাবস্থা হয়েছে, আমাদের দেশে সবাই যদি সঠিক ও সাবলীল ভাবে এই ব্যাবসা কে পরিচালনা করে তাহলে এর প্রসার দিনের পর দিন বৃদ্ধি পাবে।



প্রতারণা করা যাবে না।

কাস্টমার দের সাথে ভালো ব্যবহার করতে হবে।

ডেলিভারির বিষয় মাথায় রাখতে হবে।


টিভি কেউ দেখবে না । ইউটিউব ভিডিও আরো জনপ্রিয় হবে তাই এর সাথে ইউটিউব কন্টেন্ট রাইটিং এর উজ্জ্বল সম্ভাবনা আছে



পন্যের মান এবং আকর্ষনীয় করে তুলতে হবে যেনো গ্রাহক পছন্দ করে


অনলাইন ব্যবসার করতে হলে প্রথম আগে নিজের beloved



অনলাইন বিজনেস এর শুরুটা কিভাবে করা যায় জানতে চাই। আসলে একটা বিজনেস শুরু করতে চাই। অভিজ্ঞ দের মতামত চাই


অনলাইন শপিং এর মাধ্যমে আমদের সময় বাঁচে।



অনলাইন বিজনেস এ সফল হতে চাইলে 4 টি জিনিসের উপর ফোকাস করতে হবে । 1.সঠিক পরিকল্পনা 2.মাকেট পযালোচনা 3.বিনিয়োগ 4.পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাযসম্পাদন ।


অনলাইন বিজনেস:


যখন কোন ব্যবসায়িক কাজকর্ম ইন্টারনেটের মাধ্যমে করা হয়, তখন সেটা অনলাইন বিজনেস নামে পরিচিত। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে খুব বেশী মূলধন বিনিয়োগ করতে হবে না। এছাড়া এসব ব্যবসায় আপনি পার্ট-টাইম এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকে পরিচালনা করতে পারবেন।


অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই এই নিয়ে অনেক কিছু জানতে হবে। 

যেমন আমি একটি পন্য সেল করব এখন এটার বাজারজাত কেমন সেটা আমাকে আগে দেখতে হবে।


অনলাইন ব্যাবসা তে সাফল্য পেতে হলে অবশ্যই কমিটমেন্ট এবং পণ্যের মান ভালো রাখতে হবে।


আমর এখনো বেশি ভাগ লোক কোন কিছু কিনতে ভয় পাই অনলাইন থেকে এইটা মূল্য সমস্যা আমাদের


নের্টওয়ার্কের সমস্যা কি যে করি?


অনলাইন ব্যবসাটা সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে নারীদের উপর


যারা অনলাইনে বিজনেস করতে চান তারা ডিএসবি ও আড্ডা পোস্টে নিয়মিত সময় দেন। তাহলে অনেক কিছু জানতে পারবেন।কারন ডিএসবি গ্রুপে এ নিয়ে অনেক পোস্ট দেওয়া আছে আর প্রতিনিয়ত এগুলো নিয়ে অনেকে পোস্ট দিয়ে যাচ্ছে।


অন লাইন বিজনেস করতে হলে

কথা ও কাজে মিল থাকতে হবে,মানুষ কে ধোকা দেওয়া জাবেনা,কথা কাজে মিল না থাকলে ব্যাবস্যার অবনতি হতে সময় নিবে না


রাজিব স্যার এর মনে হয়

ই-কমাস নিয়ে অনেক পোষ্ট আছে। আমি একবার দেখেছিলাম মনে হয়।বিস্তারিত অনেক কিছু দেয়া আছে।একটা লিংক এ ক্লিক করেছিলাম পরে এসেছিল।

এখন সেটা কিভাবে পাবো??

স্যার।


অনলাইন বিজনেসকে সাধারণত ২টি ভাগে ভাগ করা যায়:


১. পণ্য ভিত্তিক

২. সেবা ভিত্তিক


অনলাইন বিজনেস এর জন্য পন্যের প্রচার ব্যাবস্থা ভালো হতে হবে। পন্যের ছবি ভালো করে তুলে এবং বিবরনী, দাম সব ডিটেইলস ভালো করে দিতে হবে।

ক্রেতা যাতে সঠিক তথ্য জেনে পন্যটি কেনে


এই গ্রুপ থেকে আইডিয়া নিয়ে যারা বিজনেস করবে তারা নিঃস্বন্দেহে সৎ ভাবেই করবে। কারন এটা স্যারের আদর্শে কাজ করবে।। লাইফে সৎ থাকাটা অনেক জরুরী।


অনলাইনে মার্কেটিং এখন সারাবিশ্বে বহুল আলোচিত একটা বিষয়


অনলাইনে মার্কেটিং সবচেয়ে বড় হলো কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করতে হবে


যখন কোনো পণ্যের ছবি তুলবেন তখন খেয়াল করবেন যেন পণ্যের সাথে বাস্তবের মিলটা থাকে, তা না হলে ব্যবস্যা প্রসার হবে না।


এই বিষয়ে কোন জ্ঞান নেই। তবে সবার কমেন্ট পড়ে অনেক কিছুই শিখতে পারবো। 


অন লাইন থেকে পন্য কিনতে অনেক সময় আমরা ভয় পায় কারন কথা কাজে মিল পায়না তাই,

তাই অন লাইন বিজনেস করতে হলে এই দিক গুলি লক্ষ রাখতে হবে


এর ভাল দিক যেমন আছে তেমনি খারাপ দিক ও আছে

যেমন এতে অনেকে যেমন লাভবান হচ্ছেন তেমনি প্রতারণা র শিকার হচ্ছেন


অনেক সবধানে নিজেদের প্রোডাক্ট সেল করতে হবে কারন একটু ভূল মানে পুরো অনলাইনে তা ছড়িয়ে পরবে যা আমাদের ব্যবসার জন্য অনেক ক্ষতি ডেকে আনবে


আলহামদুলিল্লাহ, নামাজের পর চলে এলাম আড্ডা দিতে।


সততা, স্বচ্ছতা, গ্রাহক সন্তুষ্টি, এবং উৎকর্ষ অনলাইন বিজনেসের জন্য অপরিহার্য।


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

৩৯ মিনিট চেষ্টার পর আড্ডাপোষ্ট খুজে পেলাম


বিশ্বস্ততা ও সততা আমাদের ব্যাবসার চালিকাশক্তি তাই এটার দিকে খেয়াল করতে হবে।


অনেকে আছে বড় একটা দোকান নিয়ে ব্যবসা করার সামথ্য নাই।

যেমন আমার নিজের ও তেমন সামথ্য নাই যে আমি একটা দোকান নিয়ে ব্যবসা করব!কিন্তু দেখেন অনলাইনে কিন্তু আপনি সহজেই নিজস্ব দোকান ছাড়া ঘরে বসে মানুষের পছন্দ অনুযায়ী পণ্যটি সেল করতে পারছেন।

এই যে আমাদের মতো মানুষদের যে কত বড় একটা

সুযোগ বলে বুঝানো যাবে না।


আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী নারীরা সরাসরি ব্যবসা করতে পারেনা.কিন্তু অনলাইন ব্যবসাটা তাদের জন্য আশির্বাদ. কেননা এর জন্য তাকে সরাসরি দোকানে থাকতে হচ্ছেনা.নিজের সংসারের কাজকর্মের পাশাপাশি করা যায়


ইন্টারনেট এর চাহিদা বাড়ছে মানুষ এর জীবনে অনেক প্রভাব পরছে । রাউটার, পাওয়ার ব্যাংক , ফোন , ল্যাপটপ, ইত্যাদি দেশের কোনায় পৌঁছে দিতে অনলাইনে ব্যবসার থেকে ভালো কিছু আর নেই । এতে যদি ঢাকার উপর একটু চাপ কমে ।


আমরা বিজনেস চালু করার আগে সফল ব্যবসায়ীদের ব্যবসা করার ধরণগুলো দেখে নিলে ভালো হয় তারা কিভাবে শুরু করেছে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন ইত্যাদি


খেলা দেখছি আর কমেন্টগুলো পড়ছি এতে দুটোই হচ্ছে।


কাস্টমারদের কেয়ারিং করা শিখতে হবে,,,, ব্যবসা একদিনের জন্য না। তাই,,, কাস্টমারদের অভিযোগ গুলো গুরুত্ব সহকারে শুনতে হবে,,,,


নিজেদের রেপোটেশন যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে


বর্তমান সময়ে অনলাইন বিজনেসের বিশাল জনপ্রিয়তা রয়েছে। তবে এই বিজনেসের সব চেয়ে মূলধন সঠিক পন্য সরবরাহ করা।যাতে কোন ভাবে কাস্টমার প্রতারিত না হয়। এবং ডেলিভারিতে বিলম্ব করা যাবে না। এভাবে যদি কাস্টমারকে আকৃষ্ট করা যায় তাহলে অনলাইন বিজনেস করে সফল হওয়া সম্ভব।


আমার অনেক ইচ্ছা অনলাইন জুয়েলারি বিসনেস করব।

বাট কোথা থেকে বা কিভাবে পণ্য আনতে হয় সেটা বুঝি না।

প্লিজ কেউ জানলে বলবেন


অনলাইনে বিসনেজ আইডিয়া

★ই -টেইলারিং

★বাইক/সাইকেল রেন্টাল

★ই-লোন

★এগ্রিকালচার টুল'স রেন্ট


মেয়েরা তার পর্দা মেনটেন করতে পারে।বাজারে বসে থাকতে হয়না,


১. ই-কর্মাস:


অনলাইন বিজনেস আইডিয়ার কথা বললে, প্রথমেই ই-কমার্সের কথা আসবে। আপনি চাইলে ই-কমার্স দিয়ে আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে:


-লাভজনক বাজার খুঁজে বিনিয়োগ করুন।


-প্রথম দিকে ব্যয়বহুল পণ্য নিয়ে শুরু করবেন না।


-পণ্যের বাজার চাহিদা যাচাই করুন।


-অনান্য ই-কমার্স সাইটগুলো থেকে আইডিয়া নিন।


অতি লোভো তাতী নষ্ট করা যাবেনা সময় নিয়ে কাজ করতে হবে। রাতারাতি লাভের চিন্তা যারা করবে তারাই পিছিয়ে পড়বে



অনলাইনে খুব সহজেই কানেক্ট করা যায়,,লেনদেন ও ব্যাংকিংএ হয়ে যায়।শুধু মাধ্যম হয়ে ঘরে বসেই সব কাজ করা যায়।

তবে অনেক সময় বিশ্বাসঘাতকতার রিস্ক থাকে যদি অপরিচিত কারো সাথে ব্যবসা করা যায়।এটা আমার ফ্রেন্ট ফেস করছে।বাস্তব


অনলাইন বিজয় হলে প্রথম কাজের আর কথা মিল থাকতে হবে । না হয় আপনার ব্যবসার সামনের দিকে এগিয়ে যাবে।টা তে আপনার ক্ষতি হবে অন্যজনের ও ক্ষতি হবে.যেমন করেন আপনি একটা জিনিসের ছবি মারে দিয়েছেন অনলাইন এখন ছবির সাথে Reality সাথে কোন মিল না থাকে।তাহলে অনলাইন শপিং টা লোকেরে ভালো দিক নিবে না


অনলাইন কি অফলাইন কি সততা থাকতেই হবে!!


অনলাইনে ব্যবসা করার আগে দেখতে হবে একটু বেতিক্রম টাইপের বিজনেস করা যায় নাকি


অনলাইন বিজয় হতে হলে,

আগে নিজেকে ঠিকে রাখতে হবে, ব্যবসা তে কম লাভ হলে ব্যবসার ধরে রাখতে হবে


২. হস্তশিল্প:


সেই প্রাচীনকাল থেকে আজকের এই আধুনিক সমাজে হস্তশিল্পের চাহিদা একটুও হ্রাস পায়নি। সৌখিনতা কিংবা নিত্য প্রয়োজনীয় অনেক অভাব পূরণের ক্ষেত্রে মানুষ এখনও হস্তশিল্পের উপর নির্ভরশীল। আপনি চাইলে অনলাইনে এই বিজনেস শুরু করতে পারেন।

যারা হস্তশিল্পের কারিগর তাদের নিকট থেকে যদি সরাসরি পণ্য ক্রয় করে বিক্রয় করতে পারেন, তবে লাভের পরিমাণ স্বভাবতই বেশী হবে।


আজকাল কিন্তু ভাল পণ্যের চাহিদা অনেক বেশি।

সো পণ্য যদি দুই নাম্বার হয় তাহলে আপনার ব্যবসা কিন্তু এক মিনিটে উড়ে যাবে।

At least কেউ আর জেনেশুনে খারাপ পণ্য আপনার থেকে নিতে চাইবে না।


অনলাইন বিজয় নিয়ে অনেক কাছে অনেক ভালো আইডিয়া আছে সবাই শেয়ার করেব আপনাদের আইডিয়া

ডাক্তারেরা যদি অনলাইনে সিরিয়াল নিতো আর টাইম বলেদিত তাহলে রোগীর অনেক ভোগান্তির লাঘব হতো। সেই দিন আসবে ইনশাআল্লাহ

কেউ আপু ডাকলে অনেক কষ্ট লাগে


আমর মনে হয় আমরা সবার কমেন্টে জ্বি আপু জ্বি না বলে ঐ কমেন্টর উপর নিজের মতামত দিলে তাহলে আড্ডাটা আড্ডার মতো হবে 🙂 কারন আড্ডা মানেই কারো কোন কথা কারো ভালো লাগবে কারো অন্যভাবে ভালো লাগবে তাই আমার মনে এসব বিষয় সবাই আমরা একটু খেয়াল করলে আমাদের আড্ডাটা আরো প্রাণবন্ত হবে 🙂


৩. বই বিক্রিয়:


যদিও বাজারে নতুন বই বিক্রয়ের অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ সফল ব্যক্তিরা সাধারণ মানুষের মতো চিন্তা করে, তবে একটু ভিন্নভাবে। আপনি চাইলে পুরাতন বই বিক্রয় করতে পারেন। পুরাতন বইয়ের চাহিদা কতটা বেশি, আপনি ঢাকার নীলক্ষেতে ঘুরে আসলেই বুঝতে পারবেন।


পুরাতন বই ক্রয় বিক্রয় করেও আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। প্রথমদিকে আপনি ফেসবুকের পেইজ কিংবা গ্রুপ দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেলে, আপনি একটি ওয়েব সাইট খুলে আপনার ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে পারেন।


অনলাইনে বিজনেস করতে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। যেমন অনেকে লাভবান হচ্ছেন এবং অনেকেই প্রতারণার ফাঁদে পড়েছেন।তাই আমদের সকলের লক্ষ রাখতে হবে আমরা যেন প্রতারণা শিকার না হই।

ডিজিটাল মার্কেটিং ভালো জানতে হবে। মাস্ট।


যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে।


একজন অনলাইন ব্যবসায়িক এর পন্য সেল করার জন্য কি কি সাবধনতা অবলম্বন করা উচিত?

Podcast এর সম্ভাবনা আছে । মানুষের কারো দিকে তাকানোরও সময় থাকছে না । তাই পডকাস্ট একটা ভালো বিষয় অনলাইনে


প্রাত্যহিক জীবনের সমস্যা গুলো চিহ্নিত করুন। ভাবুন কীভাবে জীবন আরও সহজ করা যায়। অনেক আইডিয়া বের হয়ে আসবে।

We can buy lot of products on online shop. But bangladesi people not use it properly.

I bought lot of books on online what i want. It's a great opportunity for me. As i can.

I don't have idea but see many categories business by online

Firstly you have to be honest if you wanna online business.


আমরা এখানে অনেকে আছি অনলাইন বিজনেস করতে চাই।

ত আমার প্রশ্ন হচ্ছে এই যে অনলাইন এ যারা বিজনেস করে তারা অনেক সময় বলে

যে ইন্ডিয়া,পাকিস্তান থেকে প্রোডাক্ট গুলো এনেছে।এখন তারা কি ওইখানে গিয়ে আনে??

নাকি যারা পাইকারী মুল্যে বিক্রি করে তারা এনে দেয়??


As far as I know online marketing means supplier focas their product on online and buyer buy it by online order

Customers are want delivery in a short time.


প্রথম দিকে লাভের চিন্তা না করে লস দিয়ে হলেও আগে সবার কাছে ব্যবসার গ্রহণ যোগ্যতা নিয়ে আসতে হবে🙂

No comments

Powered by Blogger.