Vanish Mood ফেইসবুকের নতুন ফিচার ২০২০
ফেইসবুক দিন দিন প্রযুক্তির ছোঁয়াকে কাজে লাগিয়ে মানুষকে দিচ্ছে আরো নিত্য নতুন উদ্ভাবন। বিভিন্ন নতুন নতুন আপডেটের মাধ্যমে Facebook Community ফেইসবুক কে করছে আরো Strong an Secured. নতুন অনেক ফিচার এড করতে চলেছে ফেইসবুক। তার মধ্যে ভ্যানিশিং মুড অন্যতম একটি।
যা ব্যবহার করতে পারবেন আপনার মেসেঞ্জারে খুব সহজে।
ভ্যানিশিং মুড কি?
এটি ফেইসবুকের নতুন একটি আপডেট। যার মাধ্যমে আপনি চাইলে কারো সাথে চ্যাটিং গুলো মুছে ফেলতে পারবেন বা সাময়িক ভ্যানিশ করতে পারবেন। বর্তমানে এই আপডেটটি ফেইসবুকে যুক্ত হয়েছে। মূলত স্ন্যাপচ্যাটের এই ভ্যানিশিং মুডটি বেশ জনপ্রিয়। যার কারনে ফেইসবুক তাদের কমিনিউটিতে এই ফিচারটি যুক্ত করতে বাধ্য হয়েছে।
কিভাবে ভ্যানিশিং মুড কাজ করে?
এটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনি যদি কারো চ্যাটিং গুলো ভ্যানিশিং করতে চান থাহলে থাহলে তার মেসেঞ্জারে উপরের দিকে দুবার সুইপ করলেই এটি ভ্যানিশ হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে আবার এটিকে অফ/অন করতে পারবেন।
ভ্যানিশ মুডের সুবিধা কী?
বিভিন্ন ধরনের হ্যারাজম্যান্ট থেকে রক্ষা পেতে এটি খুবই কার্যকরি একটি উদ্যোগ। যার মাধ্যমে কারো মেসেঞ্জার ভ্যানিশ করে দিলে সে আর আপনার মেসেজ করতে পারবেনা। এছাড়া আপনি পুরো ভ্যানিশিং এর কন্ট্রোল করতে পারবেন।
বলা যায় এটি সত্যিই ফেইসবুকের চমৎকার একটি আপডেট। ফেইসবুক ব্যবহারকারীরা খুব সাধরে এটি গ্রহন করেছে বলে জানা গেছে।
No comments