ইন্ডিয়াতে আবারো ফিরছে Pubg Mobile Game

 


PUBG India Private Limited বিষয়টি জানিয়েছে যে দীর্ঘ প্রায় ৩মাস ইন্ডিয়াতে Pubg ব্যান করা হয়েছিলো। যা ইন্ডিয়ান Ministry of Corporate এর নির্দেশে আবারো এপ্রোভ দেয়া হচ্ছে। ইন্ডিয়ান এন্ড্রোয়েড অপারেটররা এই News টি নিয়ে বেশ খুশি হয়েছে।

গত কয়েকমাস আগে Indian Gov. তাদের দেশ থেকে  PUBG and 116 other Chinese apps ব্যান করে দেয়। China and Indian দের মধ্যে চলমান বৈরী ইস্যুতে এই ব্যান ঘোষনা করা হয়।

তবে আজ Indian Newspaper গুলোর সুত্রপাত থেকে জানা যাচ্ছে যে খুব শীগ্র India আবারো Pubg গেমটি তাদের দেশে চালু করবে। Indian Corporate Identity Number of U72900KA2020FTC141285 এই নাম্বার থেকে জানানো হয় যে খুব শীগ্র এটি আবার চালু হবে। 

No comments

Powered by Blogger.