Android is the Most Lovely Version in this Generation

এন্ড্রোয়েড ই হচ্ছে এ প্রজন্মের সেরা স্মার্টফোন ভার্সন।



যুগের সাথে সাথে তাল মিলিয়ে স্মার্টফোন দুনিয়ায় এন্ড্রোয়েড এখন এগিয়ে যাচ্ছে দিনের পর দিন উন্নতির অনের উর্ধে।স্মার্টফোন নাম শুনলেই এখন প্রথমেই যে নাম আসে সেটাই হচ্ছে এন্ড্রোয়েড।

বর্তমান সময়ে এন্ড্রোয়েড ফোনের সাথে কোনো কিছুর কম্পায়ার করা যায়না। আইফোন বেশি দামের হওয়ায় এন্ড্রোয়েড ফোনের দিকেই সবাই ঝুকছে।

বিশ্বের সব দেশের মত বাংলাদশেও স্মার্টফোন এন্ড্রোয়েডের চাহিদা এবং ব্যবহার কারী অনেক। এবং এটি দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নতুন নতুন প্রযুক্তি নির্ভর এসব স্মার্টফোন এখন নজড়কাড়া ডিজাইনে মন ভুলিয়ে তুলছে।

দামেও কম এবং ব্যবহারে সহজ হওয়ায় এর চাহিদা বাড়ছে। 

আজকাল শিশু,কিশোর থেকে বৃদ্ধ সবার ই যেনো হাতে স্মার্ট ফোন ছাড়া চলেই না।স্মার্ট এই দুনিয়ায় স্মার্ট ই ফোন আজ রোবটের দায়িত্ব পালন করছে।আর কেনই বা করবেনা, স্মার্ট ফোনের এত Features,Updates,Gadgets যা যে কাউকেই এন্ড্রোয়েডের প্রতি মাতাল করে তুলবে।

No comments

Powered by Blogger.