ইউটিউবিং এবং আমাদের কিছু ভূল ধারনা ২০২১



আমরা অনেকেই ইউটিউবে কাজ করে থাকি। তবে সব বিষয়ে সঠিক ধারনা না থাকার কারনে অনেক সমস্যায় পড়তে হয়। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো সম্পর্কে জেনে নেয়া আপনার জন্যে অবশ্যই ভালো। 


Que : Roalty free music ব্যবহার করলে ভিডিও তে Credit না দিলে কি কপিরাইট আসবে?

Ans : "রয়্যালটি ফ্রী" আর "কপিরাইট ফ্রী" দুইটা দুই জিনিস। "রয়্যালটি ফ্রী" মানে আপনি সেই কনটেন্টটা একবার মালিকের কাছ থেকে কিনে নিয়ে বা ব্যবহারের অনুমতি নিয়ে সেটাকে আজীবন ব্যবহার করতে পারবেন, চাইলে সেটাকে মডিফাই করে নিজের নামে ব্যবহারও করতে পারবেন।

আর "কপিরাইট ফ্রী" মানে সেটা ব্যবহারের জন্য কখনোই আপনাকে সেটা কিনতে হবে না বা অনুমতি নিতে হবে না।

কাজেই আপনি যে মিউজিক টা ব্যবহার করছেন সেটা যদি শুধুই "Royalty Free" হয়, তাহলে অবশ্যই কপিরাইটজনিত সমস্যা হবে। কিন্তু যদি "Royalty & Copyright Free" বা শুধু "Copyright Free" হয় তাহলে কোনো সমস্যা নেই।


Que : ইউটিউবের আয়ের উপর সরকার ১০% ট্যাক্স নিচ্ছে?

Ans : এটা নিয়ে বেশ আগে ঘেটে দেখেছি, আমাদের ধারনা ভুল ,ইউটিউব ইউটিউবারদের আয়ের উপর ১০% ভ্যাট ধার্য করেনি। ১০% ভ্যাট ধার্য করেছে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি ইউটিউবে বিজ্ঞাপন দেয় অর্থাৎ বিজ্ঞাপন দাতা যেমন দারাজ, ফুড পান্ডা ইত্যাদি ,এমন যে সকল কোম্পানি যারা তাদের পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে ব্যবসা করছে তাদের উপর ১০% ভ্যাট ধার্য করেছে সরকার। ফেইসবুকের ক্ষেত্রে একই কাজ করেছে সরকার।


Que : ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ও ভিউ বাড়ানোর উপায় কি??

Ans : এটার সহজ কোনো উপায় নেই। এছাড়া সহজ উপায়ে যদি স্পাম করেন তবে সেটি মাধ্যমে আপনি মনিটাইজেশন পাবেন না। তাই Uniqe Content দিন। এমনিতেই ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়বে। 


Que : কপিরাইট চ্যানেলের ১ লাখ সাবস্ক্রাইবার হলে কি সিলভার প্লে বাটন পাওয়া যায়?

Ans : অবশ্যই না। এটি ইউটিউব কমিউনিটির Terms And Condition এর বাইরে। তাই চ্যানেলে কপিরাইট থাকলে আপনি সিলভার প্লে বাটন পাবেননা। 


Que : যদি তিনবার এপ্লাই করার পরও মনিটাইজেসন না পাই তবে কী আর মনিটাইজেশন পাবোনা?

Ans : অবশ্যই পাবেন। এছাড়া আপনি যতবার ইচ্ছা এপ্লাই করতে পারবেন। 



No comments

Powered by Blogger.