পুরাতন মোবাইল কিনার পূর্বে যে বিষয় গুলো দেখে নিবেন।




প্রায় সময় আমরা পুরাতন বা Second Hand ফোন কিনে থাকি। যেহেতু পুরাতন মোবাইলের দাম নতুন ফোন থেকে কম থাকে তাই অনেকেই এটিকে বেশ গ্রহনযোগ্যভাবে নিয়ে থাকেন।  তবে পুরাতন মোবাইল কিনার পূর্বে কিছু বিষয় অবশ্যই আমাদের জেনে নেয়া প্রয়োজন।


১। ফোনটি বৈধ্য কিনা।


আমরা ফোন কিনার পূর্বে বিশেষ ভাবে এই বিষয়টি সবার আগে দেখবো। যে ফোনটি বৈধ্য কি না। কেননা প্রায় সময় অনেকেই বিভিন্ন জায়গা থেকে চুরি করে নিয়া আসে ফোন। তারপর কম দামে সেটি বিক্রি করে দেয়। তাই ফোনটি কোনো ভাবে চুরির বা অবৈধ্য কিনা সেটি প্রথমে যাচাই করে নিতে হবে। না হলে ফোন কিনার পূর্বে আমাদের পড়তে হবে বেশ কঠিন-কঠিন সমস্যায়। বিশেষ ভাবে ফোন কিনার পূর্বে মোবাইলটি চেক করে নিবেন।


২। ফোনটি ভালো কি না।


মোবাইল কিনার পূর্বে অনেকেই বাইরের অবস্থা দেখেই কিনে ফেলেন। তবে আমাদের এই বিষয়টি অবশ্যই এড়িয়ে যেতে হবে। অবশ্যই ফোনটির ভিতরের সবকিছু ভালোভাবে আছে কিনা সেটি দেখে নিতে হবে। যেমন ফোনটির Display,Sound system,Touch/keypad এছাড়া বাকি সব যন্ত্রাংশ। কেননা কিনার পর অনেকেই কোনো সমস্যা দেখা দিলে সেটির দায়ভার নিতে চায়না। তাই অবশ্যই কিনার পূর্বে এই বিষয়টি দেখে নিবেন।


৩। ফোনের IMME কোড ঠিক আছে কিনা


ফোনের IMME একটি গুরুত্বপূর্ন বিষয়। যা প্রত্যেকটি ফোনের একটি অর্থবহন করে থাকে। তাই ফোনের এই বিশেষ কোডটি ঠিক আছে কি না দেখে নিবেন। যেহেতু পুরাতন ফোন তাই আরো বিশেষ ভাবে এটির খেয়াল রাখার প্রয়োজন।


৪। ফোনটি পূর্বে কোথাও মেরামত হয়েছে কিনা।


ফোনটির পিছনের ব্যাক কাভার খোলে দেখে নিতে হবে যে পূর্বে এটি মেরামত করা হয়েছে কিনা। কেননা পূর্বে মেরামত করা ফোন কখনোই বেশিদিন ভালো সার্ভিস দিবেনা। তাই এই লক্ষ্যনিয় বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। 


৫। ব্যাটারির অবস্থা কেমন।


পুরাতন ফোন গুলোতে প্রায় সমস্যা দেখা দিয়ে থাকে। তাই অবশ্যই কিনার পূর্বে ফোনটির ব্যাটারির অবস্থা কেমন সেটি দেখে নিতে হবে। কারন পুরাতন ফোনের ক্ষেত্রে দেখা যায় অনেক ফোনের ই বেশি চার্জ থাকলেও সহজে তা ফুরিয়ে যায় এবং তুলনামূলক কম সার্ভিস দেয়। এছাড়াও অনেক ফোনে দেখা যায় নির্দিষ্ট চার্জের পূর্বেই ফোন অফ হয়ে যায়। তাই এই বিষয়টিও অবশ্যই দেখে নিতে হবে।



এরকম বিভিন্ন কিছু ভালোভাবে পর্যালোচনা করেই তারপর পুরাতন ফোন কিনুন। কেননা পুরাতন ফোনে থাকে বিভিন্ন সমস্যা। সাবধানতা অবলম্বন করুন। 

No comments

Powered by Blogger.