Whatsapp কী থাহলে Uninstall করে দিবেন?



বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত News হচ্ছে Whatsapp Privacy Update নিয়ে।Youtube,facebook সহ সব ধরনের ইন্টারনেট সোশাল মিডিয়াতে Whatsapp নিয়ে সমালোচনা চলছে। কেননা Whatsapp এর নতুন Privacy  Policy সবার দৃষ্টি কেড়েছে। যেহেতু এটি একটি যোগাযোগ মাধ্যমের এপ্স তাই বিশ্বে এটির জনপ্রিয়তা প্রচুর শীর্ষে। Chat,bussines,Group chat, Audio/Video call,Location Provider এর জন্যে এই এপ্সটি বিশ্বের এখন বেশি জনপ্রিয়।

সবকিছু ঠিক থাকলেও নতুন ভাবে Whatsapp এর একটি নতুন প্রাইভেসি পলিসি সবাইকে বেশ খানিকটা অবাক করে দিয়েছে। যেহেতু আমাদের দৈন্দিন জীবনে প্রতিনিয়ত Whatsapp এটির প্রয়োজন অপরিশীম। সেহেতু এটির ব্যাপারে Secured থাকাটাও আমাদের জন্যে বেশ গুরুত্বপূর্ন। আমরা জানি আমাদের অজান্তেই এখন অনলাইনে বিভিন্ন সমস্যা ঘটে থাকে।

Online থেকে কোনো চ্যাট বা গুরুত্বপূর্ন কোনো তথ্য কেউ হাতিয়ে নিয়ে ঘটাতে পারে নানান বিপত্তি। তাই ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই সতর্কতা বা নিরাপত্তার বিষয়টি বিশেষ ভাবে মাথায় রাখতে হয়।

সেই নিরাপত্তার বিষয় বা Whatsapp সিকিউরিটি বা Privacy policy এর বিষয়টি উঠে এসেছে।

আমরা একটি বিষয় জানি যে, এরকম একটি এপ্স এর কিছু নিজস্ব স্বার্থে ব্যবহারকারীদের কিছু তথ্য নিয়ে থাকে। বিশেষ ভাবে আমরা যদি লক্ষ্য করি। আমরা যদি কারো Location জানতে চাই তবে আমাদের Location তাদের জন্যে পার্মিশন দিয়ে রাখতে হবে। কাউকে কোনো Image পাঠাতে হলে অবশ্যই তাদের(Whatsapp) আমাদের গ্যালারী এর পার্মিশন দিতে হবে। আরো কিছু বিষয় যেমন, আমরা আমাদের Contact লিস্টের নাম্বার এর পার্মিশন না দিলে আমরা কিভাবে Whatsapp এ তাদের খোজে পাবো।

তাই এরকম কিছু তথ্য নাম,ছবি এপ্সটি ব্যবহারের ক্ষেত্রে তাদের দেয়ার প্রয়োজন হয়ে থাকে। যা ব্যতীত আমরা এপ্সটি ব্যবহার করতে পারবোনা।

ওয়াটসএপএকটি ফেইসবুকের মালিকানাধীন এপ্স।ওয়াটসএপের নতুন প্রাইভেসি পলিসি আপডেটে তারা বলছে যে ব্যবহারকারীদের তথ্য বা ডাটা তাদের স্টোরে জমা রাখবে এবং সেটি তারা ফেইসবুকের কাছে দিয়ে দিবে। হয়ত পরবর্তিতে এটি বিভিন্ন Ad promote করার জন্যে এই ব্যবস্থা করছে। তবে তারা তাদের এপ্সে এখনো Ad আনবেনা বলে জানিয়েছে। তবুও বিশ্বের Whatsapp ব্যবহারকারীরা এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত।

Whatsapp তাদের এপ্সটির মধ্যে Privacy policy টির একটি Notice দিয়ে রেখেছে এবং দুটি অপশন। Agree করলেই ওয়াটসএপ ব্যবহার করা যাবেনা নতুবা না। এবং একটি নির্দিষ্ট সময় সাথে দিয়ে রাখা হয়েছে। যার কারনে বিশ্বের প্রায় সব দেশ এবং প্রতিষ্টান এটি নিয়ে বিরুপ মন্তব্য করছে।

অনেকেই অন্য এপ্স ব্যবহার করা শুরু করেছেন Whatsapp এর বিপরিতে। এখন এপ্সটি আপনি ব্যবহার করবেন কি না সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর।  



No comments

Powered by Blogger.