তুমুল ব্যবহারের শীর্ষে এখন তুর্কি Bip এপটি
গেলো কিছুদিন ধরেই অনলাইন/নিউজ পোর্টালে একটা বিষয় খুব ট্রেন্ডে আছে। যা আমাদের সবারই প্রায় জানা। বিষয়টি হচ্ছে Whatspp Privacy Update সম্পর্কে। এটি বিশ্বের প্রায় বেশিরভাগ ব্যবহারকারীর জন্যে হুমকী সরূপ হয়ে দাঁড়িয়েছে।
এটি নিয়ে অনেক বড় বড় তারকা পর্যন্ত তাদের মত জানিয়েছেন। অনেকেই অন্য এপ ব্যবহারের জন্যে নিজের মতামত জানিয়েছেন। যার কারনেই এই Whatsapp Privacy Update পুরো বিশ্ব জুড়েই এখন একটা বড় খবর। যেটিকে সবাই নিজেদের তথ্য হাতিয়ে নেয়ার কারন হিসেবে দেখাচ্ছেন।
তবে, এর মধ্যে বিশ্বের অন্যতম দেশ Turkey একটি বিশেষ এপ তৈরী করতে সক্ষম হয়েছে। এছাড়া এই এপটি বিশেষ ভাবে মুসলিম দেশ গুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তুর্কী প্রেসিডেন্ট এরদোগান এর পরিচালনার মাধ্যমে এই এপটি তৈরী করা হয়। এই এপটি আমাদের বাংলাদেশে এরই মধ্যে বেশ আলোচনা তুলেছে। ৯২ নাম্বার অবস্থান থেকে এই Bip এপটি খুব কম সময়ের মধ্যে শীর্ষে চলে এসেছে। এপটি মূলত Video/Audio Voice Call/Messaging Supporting একটি প্রযুক্তি নির্ভর এপ। যার মাধ্যমে অন্য এপ(Imo,Whatsapp) এর মতই ব্যবহারকারীরা তাদের যোগাযোগ ঠিক রাখতে সক্ষম হবে।
এবং এই এপটির নিরাপত্তা নিয়ে Bip এপ Company বেশ সোচ্চার। যার কারনে এই এপটির উপর ভরসা রেখেই সবাই ব্যবহার করছে।
No comments