বিদায় ২০২০ স্বাগতম সম্ভাবনার ২০২১

বিদায় 2020 শুভেচ্ছা 2021 সাল। প্রতিবছরের ন্যায় 2020 সাল কেউ বিদায় জানাতে হচ্ছে। ক্যালেন্ডারের পাতা বদলে যাবে কিছুক্ষণ পরেই উদিত হবে নতুন সূর্য, নতুন সম্ভাবন, নতুন স্বপ্ন, আবার একটি নতুন বছর। আবার একটি নতুন দিগন্ত। 2020 সালকে বিদায় জানিয়ে আবারো ক্যালেন্ডারের পাতা বদলে 2021 সালের আবির্ভাব ঘটবে।




আমরা জানি 2020 সাল আমাদের জন্য কতটা ভয়াবহ এবং মনে রাখার মত একটি বছর ছিল। এ বছরের সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে নোবেল করোনাভাইরাস। যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল চীনের উহান শহর থেকে এই ভাইরাসটি আস্তে আস্তে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং 2019 সালের ডিসেম্বর থেকে পুরো 2020 সাল জুড়ে নোবেল করোনাভাইরাস তার প্রাদুর্ভাব ঘটায়।


2020 সালের কিংবা 2019 সাল নিয়ে বলতে গেলে পুরোটাই করোনাভাইরাস নিয়ে বলতে হবে। কারণ 2020 সালের ক্যালেন্ডারে প্রতিটি দিন, প্রতিটি সময়, শুধুই করোনাভাইরাস এবং করোনাভাইরাস। একটি শহর থেকে, একজন থেকে একজন, এভাবেই পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিশ্বজুড়ে মৃত্যু লাশ সমন্বয় বাড়তে থাকে। তবে 2021 সালের সম্ভাবনার কিছু নতুন সূর্য হয়তো আমরা দেখতে পাবো।


কেননা বিশ্বের অনেকগুলো দেশ করনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আবিষ্কারের কাজ শুরু করে দিয়েছে। তাই আশা করা যায় 2021 সালে করোনার ভ্যাকসিন পেতে কার্যকর হবে। আমরা জানি করোনার ভ্যাকসিন কতটুকু গুরুত্ব আমাদের জন্য। সব মিলিয়ে 2020 সাল করোনাভাইরাস এর মধ্যে দিয়ে চলে গেছে কিন্তু 2021 সাল হয়তো আমাদের জন্য সম্ভাবনার নতুন সূর্য উদিত হবে সেই আশাটি আমরা ব্যক্ত করি। 

No comments

Powered by Blogger.