কিভাবে বুঝবেন যে আপনি বিজনেস করার জন্য প্রস্তুত?
ব্যবসা আমাদের জীবনের এর অসাধারন অভিজ্ঞতা । চড়াই-উতরাই পার করে কষ্ট করে লেগে থাকলে বিনিময়ে বিজনেস আমাদের জীবনকে পাল্টে দেয়। তাই আমাদের অনেকেরই মনে স্বপ্ন থাকে একদিন আমিও ব্যবসা করবো।
একজন নতুন উদ্যোক্তার সর্বপ্রথম কাজ হলো সে কি বিষয় নিয়ে কাজ করতে চায় সেই বিষয়ে নিশ্চিত হওয়া। একাধিক কাজ করতে চাইলে প্রাথমিক অবস্থায় হ য ব র ল অবস্থা হবে একজন নিদ্রিষ্ট কোন বিষয় কে ফোকাস করা।
আপনার আইডিয়া বা প্রোডাক্টের মার্কেটঃ
- মার্কেট রিসার্চ করেছেন তো?
- বাস্তবে আপনার বিজনেস মার্কেটে কোন ভ্যালু ক্রিয়েট করবে কিনা তা যাচাই করেছেন কিনা?
- ব্যর্থ হবার রিস্ক কতটুকু?
আজকে এলাম আর কালকে জয় করলাম এমনটা খুব কম হয়। শতকরা ৮০% ক্ষেত্রে এর উল্টোটা হয়। ৫ বছর পর্যন্ত টিকে থাকে মাত্র ১০ শতাংশ বিজনেস। বাস্তবতা বিবেচনা করে আপনার বিজনেস প্ল্যান সেট করুন।
সফল হলে কি প্রবলেম হতে পারে?
আপনার প্রচুর কাজের চাপ আসবে, ফ্যামিলি টাইম, বিজনেস পার্টনারদের সাথে সময় বের করা কঠিন হয়ে পড়তে পারে। এবিষয়ে আমাদের জানা বা প্রস্তুতি নেয়া প্রয়োজন।
আপনার বিজনেস প্ল্যান আছে ?
আপনি কিভাবে ব্যবসা চালিয়ে যাবেন, এ ব্যাপারে আপনার পুরোপুরি ধারনা আছে। কাগজ কলমে সব হিসাব করেছেন তো? ব্যবসা করার আসল উদ্যেশ্য কিন্তু মুনাফা অর্জন, এ ব্যপারে আপনার প্ল্যান কি?
আপনার বিজনেস প্ল্যান আছে ঃ আপনি কিভাবে ব্যবসা চালিয়ে যাবেন, এ ব্যাপারে আপনার পুরোপুরি ধারনা আছে। কাগজ কলমে সব হিসাব করেছেন তো? ব্যবসা করার আসল উদ্যেশ্য কিন্তু মুনাফা অর্জন, এ ব্যপারে আপনার প্ল্যান কি?
ফাইন্যন্সিয়াল রিস্কঃ
কত টাকা লাগবে আপনার বিজনেস শুরু করতে? কত টাকা আপনার সেভিংস আছে? ঘাটতি কিভাবে মেটাবেন? - প্রাইমারি ইনভেস্টের টাকার প্ল্যান না করে বিজনেসে নামা অনেক বড় রিস্ক।
পরামর্শ নিয়েছেন কারো?ঃ উই, বা ডিএসবিতে রাজিব স্যারের অনেক পরামর্শ আর অভিজ্ঞতার কথা আছে। আরো অজস্র বিজনের রিলেটেড ইনফরমেশন দেয়া আছে। স্যারের কথাগুলো পড়ে দেখেছেন তো? আপনি যেকোনো ভালো মেন্টরের পরামর্শ মেনে চলেন তো?
একজন নতুন উদ্যোক্তা হতে হলে যা জানা জরুরি
- ই কমার্স সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।আজকাল বেশির ভাগ বিজনেস ই কমার্স বা এফ কমার্স এর মাধ্যমে হয়। ই কমার্সের জন্য একটা ওয়েবসাইট খুলতে হবে।
- এফ কমার্স : ফেইসবুক পেইজ ওপেন করতে হলে কি কি লাগবে তা সম্পর্কে ধারনা থাকতে হবে। প্রোফাইল,কভার ফটো,ডেস্ক্রিপশন,ফোন নাম্বার,এড্রেস,ইমেইল সব রেডি করে ফেসবুক পেইজ ওপেন করতে হবে
- কি নিয়ে বিজনেস করতে চায় সে সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে।
- ভাল ছবি তোলার ধারণা নিতে হবে।
- পেইজে প্রতিদিন নিজের পণ্য সম্পর্কে জানাতে হবে।
- অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে।
- কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানতে হবে।
- পণ্য ডেলিভারি সম্পর্কে জানতে হবে।
- প্যাকেজিং সম্পর্কে ধারনা থাকতে হবে।
- স্মার্ট ফোন ব্যবহার জানতে হবে।
- ডোমেইন,হোস্টিং,পডকাস্ট সম্পর্কে ধারনা থাকতে হবে।
সবকাজের দক্ষতা ঃ প্রোডাক্ট সোর্সিং, মার্কেটিং, ফাইন্যান্স, ডেলিভারি, কাস্টমার সার্ভিস নিয়ে আপনার পূর্ণ দক্ষতা থাকতে হবে।এতে করে আপনার ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ থাকবে বেশি।
No comments